বি.এইচ.মাহিনী, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ ০৯ ডিসেম্বর ২০১৮।
যশোর জেলার অভয়নগর উপজেলার বিভিন্ন ইট ভাটায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কাঠ দিয়ে ইট
পোড়ানোর খবর পাওয়া গেছে। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম খেয়াঘাট
সংলগ্ন একটি ব্রীকস্-এ কাঠ পোড়ানো হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ভ্রাম্যমাণ
আদালত ওই পাঁজা বা ইটভাটায় অভিযান চালিয়েছে। ০৯ ডিসেম্বর রবিবার সকালে
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. শাহীনুজ্জামান ইটভাটা মালিকের বিরুদ্ধে দুই লাখ টাকা
জরিমানা ও ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত যশোরের অভয়নগর
উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম খেয়াঘাট সংলগ্ন ‘এস-আর-কে ব্রীক
ফিল্ড’-এ অভিযান চালায়। এ সময় সিদ্ধিপাশা গ্রামের মৃত শরিফ সাত্তার
হোসেনের ছেলে ভাটার মালিক শরিফ সেলিম হোসেন তার ইটভাটার বৈধ কাগজপত্র
দেখাতে না পারায় ও অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে আদালত তার বিরুদ্ধে ইট
প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্র আইন ২০১৩ এর ১৪, ১৫, ১৬ ও ১৮ ধারায় দুই
লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদ- দেন। এ ছাড়া বৈধ
কাগজপত্র না হওয়া পর্যন্ত ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো.
শাহীনুজ্জামান ঘটনর সত্যতা স্বীকার করেছেন।