Home জনদূর্ভ‌োগ বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি। দৈনিক শিক্ষাবার্তাঃ ২৯ জুন, ২০২০।

0
218
বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার করা লাশ।

ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চডুবি! আজ সোমবার সকালে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বুড়িগঙ্গায় লঞ্চডুবি প্রসঙ্গে  জানান আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ নারী ও ৩ শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার করা লাশ।

তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া ঠিক কতজন এখনও নিখোঁজ রয়েছেন, সেটাও স্পষ্ট নয়।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। এটি একটি ছোট আকারের লঞ্চ। ময়ূর-২ নামে আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়।

ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড ঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচল করতো। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূরী-২ লঞ্চটি লালকুঠী ঘাটে যাত্রী নামিয়ে সদরঘাটের চাঁদপুর ঘাটে গিয়ে নোঙ্গর করার জন্য পেছন দিকে ঘুরছিল। ওই সময় লঞ্চটির পেছনে থাকা মর্নিং বার্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটি। এ সময় ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here