ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ মোঃ তাহসিন আহম্মেদ শাওন (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ তাহসিন আহম্মেদ শাওন ভালুকা উপজেলার পৌর শহরের শিমুলতলা এলাকার বাসিন্দা মোঃরুহুল আমীন খানের ছেলে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর খাগডহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদে জানতে পারি শাওন বিদেশি পিস্তল বিক্রি করার জন্য নগরীর খাগডহর এলাকায় অবস্থান করছে।এমন সংবাদে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ তাহসিন আহম্মেদ শাওনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেন, শাওন দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসায় জড়িত। এছাড়া তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়।পরে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান শাহ কামাল।