যশোরে ২ চিকিৎসক এবং ১০ স্বাস্থ্যকর্মীসহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। দুই চিকিৎসকের মধ্যে একজন যশোর জেনারেল হাসাপাতালের এবং অপরজন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।
সব মিলিয়ে বর্তমানে যশোরে করোনা পজিটিভের সংখ্যা ৩০ জন। রবিবার যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন দৈনিক শিক্ষাবার্তা কে তথ্যটি নিশ্চিত করেছেন। যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের যে চিকিৎসক করোনা পজিটিভ হয়েছেন তিনি আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, চৌগাছা থেকে গত শনিবার ১৭ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ১৪টি নমুনা পরীক্ষা করে দুই জন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডাক্তার। তিনি যশোরে তার নিজ বাড়িতে রয়েছেন। অর্থাৎ, যশোরে ২ চিকিৎসক ও ১০ স্বাস্থ্যকর্মীসহ মোট ১৫ জন করোনাভাইরাসে অক্রান্ত হয়েছেন।